Khachar Bhetor Ochin Pakhi

Khachar Bhetor Ochin Pakhi

Shunno

Альбом: Gorbo Bangladesh
Длительность: 5:54
Год: 2011
Скачать MP3

Текст песни

খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়
কেমনে আসে যায়

খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়

আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়

কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন খানে পালায়

কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়

মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে
কোন দিন খাঁচা পড়বে খসে
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়

কেমনে আসে যায়
খাঁচার ভেতর অচিন পাখি
কেমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়