Godhulir Opare
Shunno
3:49কারও কারও দুপুরগুলো ঘুণেধরা ইচ্ছেমত কারও কাছে স্বপ্নটুকুও অস্পৃশ্য এক বোধের মত ওদের কথা বলা থাকে পথের সব ধূলোর শিল্পে স্বপ্ন কখনো সত্যি হয়ে আসে না তো ওদের গল্পে কারও কারও হাতের রেখা ফাঁকি দিয়ে যায় শুধু নিজের জন্যে কখনো সুখের পায় না ধরা ওদের মুঠো তুমি যখন অলস বসে কুড়িয়ে চলো ইচ্ছে গুলো ওরা তখন পথে কুড়োয় স্বপ্ন ছাড়া কাগজ টুকরো