Dure Kothao 2

Dure Kothao 2

Tausif

Альбом: Ayojon
Длительность: 5:28
Год: 2019
Скачать MP3

Текст песни

দূরে কোথাও যাবো চলে
যদি না মনের দুয়ার রাখো খুলে
দূরে কোথাও যাবো হারিয়ে
যদি না পাই তোমায় আপন করে

আনমনা এ হৃদয় জুড়ে
ভালোবাসার হাওয়া বয়ে চলে
গোপন যত মনের কথা
বলবো তোমায় আমি সারাটি বেলা

এ মনের চাওয়ায় শুধু তুমি আমার
তুমি আমার

দূরে কোথাও যাবো চলে
যদি না পাই তোমায় আপন করে
দূরে কোথাও যাবো হারিয়ে
যদি না মনের দুয়ার রাখো খুলে

দিশেহারা মন যে ব্যাকুল
চাইতে তোমার প্রাণের আকুল
আঁধারে ডুবে থাকা
ভালো লাগে না আর দোটানা

দিশেহারা মন যে ব্যাকুল
চাইতে তোমার প্রাণের আকুল
আঁধারে ডুবে থাকা
ভালো লাগে না আর দোটানা

তুমি ছাড়া এ প্রহর কাটে না
তুমি ছাড়া আর কিছু ভালো লাগে না

দূরে কোথাও যাবো চলে
যদি না মনের দুয়ার রাখো খুলে
দূরে কোথাও যাবো হারিয়ে
যদি না পাই তোমায় আপন করে

জোছনা রাতের মাঝে
ডুবে যাবো তোমার অতলে
ভিজবো দু'জন মিলে
অজানা এ পথ চলতে

জোছনা রাতের মাঝে
ডুবে যাবো তোমার অতলে
ভিজবো দু'জন মিলে
অজানা এ পথ চলতে

তুমি ছাড়া এ প্রহর কাটে না
তুমি ছাড়া কিছু ভালো লাগে না

দূরে কোথাও যাবো চলে
যদি না মনের দুয়ার রাখো খুলে
দূরে কোথাও যাবো হারিয়ে
যদি না পাই তোমায় আপন করে

আনমনা এ হৃদয় জুড়ে
ভালোবাসার হাওয়া বয়ে চলে
গোপন যত মনের কথা
বলবো তোমায় আমি সারাটি বেলা

এ মনের চাওয়ায় শুধু তুমি আমার
তুমি আমার

দূরে কোথাও যাবো চলে
যদি না পাই তোমায় আপন করে
দূরে কোথাও যাবো হারিয়ে
যদি না মনের দুয়ার রাখো খুলে