Ay Na Aro Kache (From "Love Story")
Raj Barman
4:20তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ রোদ্দুরে, যায় উড়ে, মন জাহাজ তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত মেঘলা আকাশে, রংধনু হাসে তুই এঁকে নে, তুই মেখে নে মুখচোরা আলো, রাস্তা হারালো তুই খুঁজে নে, মন বুঝে নে আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ রোদ্দুরে, যায় উড়ে, মন জাহাজ তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত ঠোঁট ভেজা শিশির, এক মুঠো আবির দিস উড়িয়ে, চোখ জুড়িয়ে ভিনদেশী তারা করছে ইশারা হাত বাড়িয়ে যাই হারিয়ে আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ আমি তোর আয়না হবো আজ তুই শুধু ইচ্ছেমতো সাজ রোদ্দুরে, যায় উড়ে, মন জাহাজ তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন, সারারাত