Aashona
Arijit Singh
4:04একটু চোখ ওল্টায়, একটু নাক কুঁচকায় বড্ড বেমানান সে শহরের তুলনায় একটু চোখ ওল্টায়, একটু নাক কুঁচকায় বড্ড বেমানান সে শহরের তুলনায় না-না-না-নাম না জানি, ধাম না জানি, জুটলো কপালে এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে ভগবান, ভগবান, ফেলেছো এনে কার পাল্লায় নড়ে না, চড়ে না নতুন মেয়ে কলকাতায় ভগবান, ভগবান, ফেলেছো এনে কার পাল্লায় নড়ে না, চড়ে না নতুন মেয়ে কলকাতায় যখন তখন ভয়ের বাঁশি বয়সে eighteen, choice-এ ৮০ কী নিদারুণ আওপাতাসি দেখলে হাসি পায় যখন তখন ভয়ের বাঁশি বয়সে eighteen, choice-এ ৮০ কী নিদারুণ আওপাতাসি পড়লো আমার গলায় ও, নাম না জানি, ধাম না জানি, জুটলো কপালে এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে যখন তখন ধোঁয়াই টানে হাঁটে না দৌড়োয়, কে জানে বাবু হরদম full motion-এ আমার ভুল বোঝায় যখন তখন ধোঁয়াই টানে হাঁটে না দৌড়োয়, কে জানে বাবু হরদম full motion-এ পড়েছি এ কার গলায় ও, পথ চিনি না, ঘাট চিনি না, চলবো কী করে? এদিকে যাকে-তাকে ভরসা করে বলবো কী করে? ভগবান, ভগবান, পড়েছি এসে কার পাল্লায় জানি না, শুনি না অচেনা এই কলকাতায় ভগবান, ভগবান, পড়েছি এসে কার পাল্লায় জানি না, শুনি না অচেনা এই কলকাতায় একটু চোখ ওল্টায়, একটু নাক কুঁচকায় বড্ড বেমানান সে শহরের তুলনায় ও, নাম না জানি, ধাম না জানি, জুটলো কপালে এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে ভগবান, ভগবান, ফেলেছো এনে কার পাল্লায় নড়ে না, চড়ে না নতুন মেয়ে কলকাতায় ভগবান, ভগবান, ফেলেছো এনে কার পাল্লায় নড়ে না, চড়ে না নতুন মেয়ে কলকাতায় ভগবান, ভগবান, ফেলেছো এনে কার পাল্লায় নতুন মেয়ে কলকাতায় ফেলেছো এনে কার পাল্লায় নতুন মেয়ে কলকাতায় ভগবান