Moner Radio

Moner Radio

Shilpa Rao & Jeet Gannguli

Длительность: 4:06
Год: 2012
Скачать MP3

Текст песни

মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও

এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়
ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়
এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চালায়
ঘরেতে ঘুমিয়ে আর কি চলে রে কাউকে ছাড়া

দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া
দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া

মনের রেডিও (call me down)
মনের রেডিও (my heart is not the same)
মনের রেডিও (keep it playing)

তুই দেখবি ঠিকই জিতে নেবো একদিন তোকে
চেয়ে দেখবি আমি সোনা হবো তোর নোলকে
এই দুনিয়া জানে, আল্লাহ জানে, তুই আমার কে
আর তাইতো এলেও প্রেম দেবো না কাউকে তোকে ছাড়া

দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া
দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া

মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও

শুধু জানবি আমি হতেও পারি একটু বাজে
তবে সুযোগ পেলে বেআক্কেলে আমিও কাজের
এই শহর জানে, বৃষ্টি জানে, তুই আমার কে
আর তাইতো এলেও প্রেম দেবো না কাউকে তোকে ছাড়া

দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া
দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া

এই মনের রেডিও যদি বাজতে থাকে হায়
ঘরেতে ঘুমিয়ে আর কি থাকা যায়
এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চালায়
ঘরেতে ঘুমিয়ে আর কি চলে রে কাউকে ছাড়া

দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া
দিল आवारा, কেন দিল आवारा
কেন রে মন মরা তুই ছাড়া

মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও
মনের রেডিও