Shuvro Chad
Habib Wahid & Nancy Nazmun
5:38জোছনা কথা বলো না অভিমানে গেল সে চলে, দেখা হল না এ মনে লুকানো ভালোবাসা কত যে ছিল, বলা হল না হৃদয়ে আঁকা, যতনে রাখা স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না" তুমি ছিলে চাঁদ ছিল, বড় ভালো চলে গেলে, রাত হল এলোমেলো একা জেগে থাকি ও, ঘুম তো আসে না হৃদয়ে আঁকা, যতনে রাখা স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না" তুমি এলে, দিনগুলো, ফিরে পেলো কিছু কথা, কিছু হাসি, পাশাপাশি মন বসে ভাবে ও, তুমি আমার-ই হবে হৃদয়ে আঁকা, যতনে রাখা স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না" জোছনা কথা বলো না অভিমানে গেল সে চলে, দেখা হল না এ মনে লুকানো ভালোবাসা কত যে ছিল, বলা হল না হৃদয়ে আঁকা, যতনে রাখা স্বপ্নলোকেতে বলে, "ফিরে আসো না"