Jonaki
Kaaktaal
3:50কত সহজে চিরচেনা বিদ্যুৎহীন অবারিত অন্ধকার রাত্রির রঙ ছড়ায় তারাদের অস্তিত্বে আকাশের অন্ধত্ব ক্ষণিকের বন্ধুত্বের হাত বাড়ায় দেখো আঁধারের উন্নাসিকতায় দীর্ঘশ্বাস কাপের জড়তায় তবু অচেনা সুবাসে ভেসে মাঝরাতে কে গল্প শোনায় শোনো আমার গানে আজ আঁধারের কোরাস শোনো শব্দহীনতায় আমার রাত্রি বিলাস শোনো আমার গানে আজ আঁধারের কোরাস শোনো শব্দহীনতায় আমার রাত্রি বিলাস আঁধারে রাতের মায়ায় মিশে নির্বাক শহর চোখের গভীরে ডুবে আকাশ দেখায় চাঁদের আলোয় ভিজে উধাও দেয়াল ফুলের সুবাস রাস্তায় রাস্তায় রঙিন মুখোশ ঢেকে তোমার আমার একই আঁধার টানে মৃদু জোছনায় আজ রাতে গভীর উপমায় নিঃশব্দে কে গল্প শোনায় শোনো আমার গানে আজ আঁধারের কোরাস শোনো শব্দহীনতায় আমার রাত্রি বিলাস শোনো আমার গানে আজ আঁধারের কোরাস শোনো শব্দহীনতায় আমার রাত্রি বিলাস আঁধারে আঁধারে আঁধারে আঁধারে আঁধারে