Jonaki
Kaaktaal
3:50প্রলাপ ঘুমের কাপে করে এক কাপ চা আট কুঠুরির আছে নয় দরজা ঘড়ির শরীরে যত কল কব্জা বেঘোরে ভুলে সব লাজ লজ্জা ঘড়ি চলে টিক টিক টিক টিক টিক টিক টিকটিকি বলছে ঠিক ঠিক ঠিক চুপ চাপ চোখ বুজে পড়ে থেকে সব ঠিক স্বপ্নটা স্বপ্ন না মাথা ঘোরে চারদিক পাখা ঘোরে বন বন বন বন বন হেঁটে জোড়ে হন হন হন হন হন জিভে জল খাবি চল একবাটি চমচম গাড়ি ঘোড়া দুইয়ে মিলে নাম হয় টম টম বলেই চলেছি কত কথা কথায় হারানো লুকানো কত ব্যথা ব্যথার অপর পিঠে থাকে আশা আশার প্রদীপ জ্বেলে পানি ঢেলে তবুও অপেক্ষা বলেই চলেছি কত কথা কথায় হারানো লুকানো কত ব্যথা ব্যথার অপর পিঠে থাকে আশা আশার প্রদীপ জ্বেলে পানি ঢেলে তবুও অপেক্ষা তবুও অপেক্ষা চায়ের কাপে করে এক কাপ ঘুম বুকের ভেতর আজও জ্বলছে আগুন কোকিলের ডাক শুনে আসেনা ফাগুন তেলে তাজা চুল আর জলে তাজা চুন আগুনের চিৎকার দাউ দাউ দাউ দাউ কাদে বসে হাউ মাউ হাউ মাউ হাউ বৈরাগী বানাল তোর সাধের লাউ চুপ চাপ বসে থাক কিসের এত হাউকাউ কড়া নাড়ে ঠক ঠক ঠক ঠক কথা বলে বক বক বক বক বক উঠান বাঁকা বলেই আঙ্গুর টক টক সোনা নাও হতে পারে করে যদি চকচক হাঁটু জলে গভীর জলে জলে ভেজা চোখে বৃষ্টি ঝরে ঝরে পড়ে কত অলস সময় সময়ের প্রহর গুনে আওয়াজ শুনে তবুও অপেক্ষা... বলেই চলেছি কত কথা কথায় হারানো লুকানো কত ব্যথা ব্যথার অপর পিঠে থাকে আশা আশার প্রদীপ জ্বেলে পানি ঢেলে তবুও অপেক্ষা তবুও অপেক্ষা... বলেই চলেছি কত কথা কথায় হারানো লুকানো কত ব্যথা ব্যথার অপর পিঠে থাকে আশা আশার প্রদীপ জ্বেলে পানি ঢেলে তবুও অপেক্ষা হাঁটু জলে গভীর জলে জলে ভেজা চোখে বৃষ্টি ঝরে ঝরে পড়ে কত অলস সময় সময়ের প্রহর গুনে আওয়াজ শুনে তবুও অপেক্ষা... তবুও অপেক্ষা...