Gotokal Rate (Unplugged Live)

Gotokal Rate (Unplugged Live)

Lrb

Длительность: 5:42
Год: 1996
Скачать MP3

Текст песни

গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
"আমায় ছাড়া আর কতদিন রবে?"

জানালার পাশে বুদ্ধি আমার
দুষ্টু হাসির সাথে চাইলো ফেরত
সবটুকু তার দেনা-পাওনার হিসেব
জানালার পাশে বুদ্ধি আমার
দুষ্টু হাসির সাথে চাইলো ফেরত
সবটুকু তার দেনা-পাওনার হিসেব

গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
"আমায় ছাড়া আর কতদিন রবে?"

কার্নিশ থেকে হুঁশিয়ারি দিয়ে
বললো আমার প্রেম
"নষ্ট করো নাকো পবিত্রতা
শেষবার শুধালেম"
কার্নিশ থেকে হুঁশিয়ারি দিয়ে
বললো আমার প্রেম
"নষ্ট করো নাকো পবিত্রতা
শেষবার শুধালেম"

গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
গতকাল রাতে বিবেক আমার
স্বপ্নের কড়া নেড়ে করলো জিজ্ঞেস
"আমায় ছাড়া আর কতদিন রবে?"
"আমায় ছাড়া আর কতদিন রবে?"