Shuvro Chad
Habib Wahid & Nancy Nazmun
5:38দিন যায়, আমার প্রেম যায় বেড়ে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে কতদিন হলো দেখি না তারে কেমনে থাকে সুখ মনের ঘরে? মিটবে না সাধ এক নজর দেখলে দেখতে চাই তারে শত জনম ফেলে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে যা খুঁজে নিয়ে আয় তারে ভুলে যাবো তারে ভেবেছি বহুবার এত ভালোবেসে শক্তি নেই ভুলবার ভুলে যাবো তারে ভেবেছি বহুবার এত ভালোবেসে শক্তি নেই ভুলবার সে যেন প্রেমের আলো আমার আঁধার মনের ঘরে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে যা, খুঁজে নিয়ে আয় তারে বলো রে সখা, কোথায় তারে পাই খুঁজে তারচেয়ে বরং তুই থাক না চোখ বুজে চোখের দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার যে ছিল তোর প্রেম কবেকার বল রে সখা, কোথায় তারে পাই খুঁজে তারচেয়ে বরং তুই থাক না চোখ বুজে চোখের দুনিয়ায় পেয়ে যাবি দেখা তার যে ছিল তোর প্রেম কবেকার যে দিন দেখবো তারে, ছুঁয়ে দেবো মন এ মন তার মনেই করবো সমর্পণ যে দিন দেখবো তারে, ছুঁয়ে দেবো মন এ মন তার মনেই করবো সমর্পণ তোরা কি বলতে পারিস কবে আমি দেখবো তারে? দিন যায়, আমার প্রেম যায় বেড়ে দিন যায়, আমার প্রেম যায় বেড়ে যা, খুঁজে নিয়ে আয় তারে