Kalo Jole Kuchla Tole
Iman Chakraborty
4:23চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই সোনার মেয়ে, নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই সোনার মেয়ে, নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে পদের উপর পদ রাখিয়া বইছো রসরাজ দেখো আহ্লাদীনির নাচ, দেখো সোহাগিনীর নাচ দেখো চাঁদ বদনীর নাচ দেখো আহ্লাদীনির নাচ, দেখো সোহাগিনীর নাচ সোহাগ চাঁদ— সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি নাচেন ভালো সুন্দরী এ, বাঁধেন ভালো চুল নাচেন ভালো সুন্দরী এ, বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পরে একবার হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল রাই, নাগকেশরের ফুল সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি রুনুঝুনু নূপুর বাজে ঠুমুক ঠুমুক তালে রুনুঝুনু নূপুর বাজে রুনুঝুনু নূপুর বাজে ঠুমুক ঠুমুক তালে রুনুঝুনু নূপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেলো নয়নে নয়ন মিলিয়া গেলো শরমের রঙ লাগে গালে গো শরমের রঙ লাগে গালে যেমনি নাচেন নাগর কানাই, তেমনি নাচেন রাই যেমনি নাচেন নাগর কানাই, তেমনি নাচেন রাই নাচিয়া ভুলাও তো দেখি একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বালা, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই, নাগর কানাই সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনী ধনি, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি, বালা, নাচো তো দেখি বালা, নাচো তো দেখি চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই সোনার মেয়ে, নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই সোনার মেয়ে, নাচো দেখি মাথার চুল খুলে ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে