Ei Dine Mone Pore
Pancham
3:08আকাশের নীলে হৃদয়ের তুলিতে তোমায় এঁকে যাই নীল বেদনায় ও, হৃদয়ের আলোয় তারার দীপ জ্বেলে জেগে রয়েছি তোমারই দু'চোখে যত দুরে রয়ে যাও আমারই হয়ে রও তোমারই জগতে, তোমারই হাসিতে কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গিহীনতায় আকাশের নীলে হৃদয়ের তুলিতে তোমায় এঁকে যাই নীল বেদনায় তোমার কিইবা আছে দেবার ইয়ে, দু'চোখের নোনা জল বিরহেরই করুণ সুরে, ইয়ে কেটে যায় প্রহর তুমি তো জানবে না কখনও কত কাছের তুমি ছিলে যত দুরে রয়ে যাও আমারই হয়ে রও তোমারই জগতে, তোমারই হাসিতে কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গিহীনতায় আকাশের নীলে হৃদয়ের তুলিতে তোমায় এঁকে যাই নীল বেদনায় ও, হৃদয়ের আলোয় তারার দীপ জ্বেলে জেগে রয়েছি তোমারই দু'চোখে যত দুরে রয়ে যাও আমারই হয়ে রও তোমারই জগতে, তোমারই হাসিতে কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙ্গিনায়, সঙ্গিহীনতায়