Nishi Kabbo
Habib Wahid
4:28প্রাণ বন্ধুয়া রে প্রাণ বন্ধুয়া রে আজও তোমার আশায় থাকি পথ চাহিয়া সুখের তরে ছেড়েছো ঘর আমি কি তবে হলাম পর? দূর-দেশে থেকে দেখো নি তো এ মনের দুনিয়া প্রাণ বন্ধুয়া রে প্রাণ বন্ধুয়া রে আজও বসন্তে কোকিল ডাকে আমি ডাকি তোমায় আজও বসন্তে কোকিল ডাকে আমি ডাকি তোমায় জানি না জানি না কি যাদু করেছো এই আমায় আমি যে ভুলি নি তোমায় প্রাণ বন্ধুয়া রে প্রাণ বন্ধুয়া রে আছো তুমি অনেক দূর কষ্ট লাগে ভেবে আছো তুমি অনেক দূর কষ্ট লাগে ভেবে বলেছিলে এবার এসে আমায় সাথে নেবে তাই আমার জন্যে ফেরো ঘর পার করে দরিয়া প্রাণ বন্ধুয়া রে প্রাণ বন্ধুয়া রে